চকরিয়ায় মাছ ধরা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চকরিয়া প্রতিনিধি •

চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের শুয়োরমারা খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ওই খালের কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মোহাম্মদ হোসেন ওরফে রাহাত (২৩)। তিনি কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিম পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায় কোনাখালীর শুয়োরমারা খালে মাছ ধরতে যান মোহাম্মদ হোসেন। খালে জাল বসানো ও মাছ ধরা নিয়ে গতকাল রাতে মোহাম্মদ হোসেনের সঙ্গে স্থানীয় ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোহাম্মদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা আলী হোসেন বলেন, ‘আমার ছেলেকে কুপিয়ে হত্যার পর খালের কচুরিপনার মধ্যে ঢুকিয়ে রাখে বোরহান। মঙ্গলবার রাতেই পাশের স্টেশনে গিয়ে আমার ছেলের সঙ্গে বাকবিতন্ডা ও আমার ছেলে তাকে থাপ্পড় মেরেছে বলে কয়েকজনকে জানিয়েছিলেন বোরহান। থাপ্পড়ের প্রতিশোধ নিতেই মূলত আমার ছেলেকে হত্যা করেছে।’

পরিবার সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ নিহতের দিয়ে বলেন, ‘হত্যার পর খালের কচুরিপনার মধ্যে বোরহানের লাশ লুকিয়ে রাখা হয়। তাঁর মাথা, ঘাড়ে ও কানের নিচে দায়ের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে সে আত্মগোপনে চলে যাওয়ায় তাকে ধরতে চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।’

আরও খবর