নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজিকালে একজনকে আটক করেছে শাহ্পুরী হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল অনুমানিক সাড়ে ৪টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালি পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন উখিয়ার পালংখালীর বালুখালী এলাকার মোহাম্মদ রুবেল(২৮)।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারগামী বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে শাহ্পুরী হাইওয়ে থানার এসআই সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে আটক করেছে। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির ৮৩০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-