বিশ্বজীৎ বড়ুয়া রকি, কক্সবাজার জার্নাল •
” শান্তি, শিক্ষা, নৈতিক, ঐক্য আমাদের লক্ষ্য, এসো সবে মিলে প্রজ্ঞার আলোতে জ্বালাই মৈত্রীর প্রদীপ” এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ার রত্নাপালংয়ে মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারে নবরুপে প্রতিষ্ঠা করা হয়েছে মধ্যরত্না বৌদ্ধ যুব প্রজ্ঞা পরিষদ।
গেল ২২’সেপ্টেম্বর (শুক্রবার) বিহার প্রাঙ্গনে এক জরুরী সভা আহ্বান করে আহ্বায়ক কমিটির বিলুপ্তির মধ্য দিয়ে বাবু দিলীপ বড়ুয়াকে সভাপতি ও বাবু সুলভ বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৫১’জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় সমন্বয়ক বাবু বিজন বড়ুয়া বলেন, সংখ্যালঘু বৌদ্ধ জনগোষ্ঠীর মাঝে একতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনের বিকাশ ঘটাতে আমাদের এই পদক্ষেপ। নবগঠিত কমিটিতে প্রতিটি যুবকই সমাজ সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
আশা করছি আমার অচিরেই পাপমুক্ত ও নির্মল সমাজ বিনির্মানে সক্রিয় অংশীদার হতে সক্ষম হবো। এতে সকলের আন্তরিক সহযোগীতা একান্তভাবে কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-