ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের হাজমপাড়া এলাকায় জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা মো. আলী নামের এক ব্যাক্তির স্থাপনা আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।
শনিবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ২০১৭ সালে তৎকালীন উখিয়া সদর বিট কর্মকর্তা আফসার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে। ঐ মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশে ৬টি দোকানের মধ্যে একটিমাত্র দোকান উচ্ছেদ করে নির্দেশ অমান্য করে মোহাম্মদ আলী। বিষয়টি পুনরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ অভিযুক্তদের নির্দেশ দেন অবৈধ স্থাপনা উচ্ছেদের। বার বার আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযুক্ত মোহাম্মদ আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ প্রদানের দায়িত্ব দেন কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা কে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” ২০১৭ সালে উখিয়া রেঞ্জের সদর বিটের হাজমপাড়া এলাকায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত। আদালতের নির্দেশে শনিবার ৬টি সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মামলা নং-৭৫/২০১৭।”
গাজী বলেন,” উখিয়া রেঞ্জে নতুন করে কোনো দালান নির্মাণ কিংবা বনভূমি দখলের সুযোগ নেই। যেখানে দখল করার চেষ্টা করছে সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উখিয়া রেঞ্জের সব বিট কর্মকর্তা ও স্টাফগণ যথেষ্ট সজাগ রয়েছে। সামনে শীতকালীন ডাম্পারের দৌরাত্ম বৃদ্ধি থামাতে এবার কঠোরভাবে মাটি পাচার রোধ করা হবে।”
উচ্ছেদ অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনবিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-