চট্টগ্রাম •
নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নং ঘাটের কাছে একটি লাগেজ ব্যাগে থাকা দুই হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীর পাওয়া যায়নি।
পুলিশের ধারণা অন্যত্র খুন করে লাশের হাত পা ১২ নং ঘাটের কাছে এবং মাথা ও শরীর অন্যত্র ফেলা হয়েছে। পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিআইডিকে আমরা খবর দিয়েছি। তারা শুক্রবার (আজ) সকালে এসে ফিঙ্গার প্রিন্ট নিলে আমরা হয়তো পরিচয় জানতে পারবো।
আফতাব আহমেদ এ প্রসঙ্গে বলেন, প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে বিকেল পৌনে ছয়টার দিকে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি লাগেজ ব্যাগ দেখতে পাই। ব্যাগটি থেকে গন্ধ বের হচ্ছিল। পরে ব্যাগ খুলে দেখা যায় সেখানে এক ব্যক্তির হাত ও পায়ের আটটি খণ্ডিত অংশ ভালোভাবে প্যাকেট করা অবস্থায় আছে। খুলতে গিয়ে দেখি, খুব শক্ত করে স্কচটেপ মোড়া। স্কচটেপ খোলার পর দেখা যায় পলিথিনে মোড়া হাত ও পায়ের আটটি খণ্ড। তিনি বলেন, ধারণা করছি তার বয়স ৫০ এর নিচে এবং তিনি পুরুষ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-