বীচ কার্নিভালকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত রাখা হবে -জেল প্রশাসক

ইমাম খাইর •


আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পর্যটন মেলা ও বীচ কার্নিভালকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, সপ্তাহব্যাপী এই আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ চাই। বিশেষ করে যেসব হোটেল-রেস্তোরাঁ ছাড়ের ঘোষণা দিয়েছে তা বাস্তবায়ন করছে কিনা, তদারকি করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে; বিশ্ব দরবারে কক্সবাজারের মানমর্যাদা বাড়ে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ এটিএম জাফর আলম কনফারেন্স হলে সভায় বক্তব্য দেন পৌর মেয়র মোঃ মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বীচ কার্নিভাল উপলক্ষে পৌর পরিষদের প্রস্তুতি রয়েছে। নিজের দায়িত্ব মনে করে কাজ শুরু করেছি।

পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান পর্যটন মেলা ও বীচ কার্নিভাল ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতির কথা জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদ ইকবাল, বিভীষণ কান্তি দাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

পর্যটক সংক্রান্ত যে কোন প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমের ০১৩২০১৬০০০০ নাম্বারে যোগাযোগের আহবান করেন পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান।

আরও খবর