ঢাকা আহছানিয়া মিশনের সচেতনতা সভায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক

মাদকের বিরুদ্ধে প্রত্যেক স্কুলে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে

নিজস্ব প্রতিবেদক •

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রত্যেক স্কুলে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার(২০ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে এক সচেতনতা সভায় এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।

উখিয়া সদরে অবস্থিত পালস বাংলাদেশ সোসাইটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধি অংশ নেয়। এসময় অংশগ্রহণকারীদের সবাইকে মাদকের সেবন ও পাচার রোধে সজাগ এবং সচেতন হওয়ার আহবান জানান। সবাইকে ভয়ংকর মরণনেশা থেকে দূরে থাকতে অনুরোধ করেন বক্তারা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আলমগীর কবির সহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সমন্বয়কারী(স্বাস্থ্য প্রকল্প) মোহাম্মদ শরীফুল ইসলাম, কী নোট উপস্থাপন করেন স্বাস্থ্য সেক্টরের প্রোগ্রাম সমন্বয়ক মো. শাহেদুল হক।

এসময় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এ এইচ সেলিম উল্লাহ, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আরটিভি প্রতিনিধি শাহীন শাহ, উখিয়া প্রেসক্লাব সদস্য আবদুল্লাহ আল আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও খবর