রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি, আহত ২

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫ ও ক্যাম্প-৬ এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

এ সময় আরসা সদস্যদের গুলিতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তারা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্য কনস্টেবল ইমরুল ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের কনস্টেবল জানে আলম। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ সাইফুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলের দিকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের ৫টি ইউনিট ক্যাম্প-৫ ও ক্যাম্প-৬ এর মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের গলি ও পাহাড় থেকে আরসার অস্ত্রধারী ২০-৩০ জন সন্ত্রাসী গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্যের হাতে ছররা গুলি লেগে আহত হয়। আহত পুলিশ সদস্যদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর