উখিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্বোধন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় উখিয়া উপজেলায় উদযাপিত হচ্ছে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উখিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

১৭ সেপ্টেম্বর (রোববার) দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আলী আহমদ হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী সহ সরকারি বিভিন্ন ধরনের কর্মকর্তা, জন প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , মেলায় উপজেলা পরিষদে ন্যস্ত বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ ১০ টি স্টল স্থাপন করা হয়েছে। উক্ত স্টলসমূহের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা তাৎক্ষণিকভাবে জনসাধারণকে প্রদান করা হচ্ছে। তাছাড়া সেবা প্রদানের পদ্ধতি,বর্তমান সরকারের বিগত সময়ে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্টলে আগত দর্শনার্থীদের ধারণা দেয়া হচ্ছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে মেলার শুভ সূচনা হয়।

আরও খবর