ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
সংরক্ষিত বনভূমির বন পাহারা দেওয়া সিপিজি সদস্যদের মাঝে মাসিক সম্মানি ভাতা ও উপকরণ বিতরণ করেছে আরণ্যক ফাউন্ডেশন।
গতকাল শনিবার(১৬ সেপ্টেম্বর) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রাজাপালং বিটের সিপিজি সদস্যদের মাঝে ইউএসএআইডি’র অর্থায়নে আরণ্যক ফাউন্ডেশনের গ্রীন লাইফ প্রকল্পের বাস্তবায়নে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে রাজাপালং বিট কর্মকর্তা মো.মনিছুর রহমান,আরণ্যক ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার রাশেদুল হক, ফিল্ড অফিসার ফারহানা উর্মি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজাপালং বিট কর্মকর্তা মো. মনিছুর রহমান বলেন,” সংরক্ষিত বন পাহারা দেওয়া বনকর্মীদের মাঝে মাসিক সম্মানি ভাতা, লাঠি, টর্চ, ওয়াটারপ্রুফ জ্যাকেট সহ নানা উপকরণ বিতরণ করেছে আরণ্যক ফাউন্ডেশন। তাদের এ সহায়তার ফলে বনকর্মীদের মাঝে আরও উৎসাহ সৃষ্টি হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-