অগ্রগামী ইউথ উখিয়া’র গুণীজন সংবর্ধনা ও টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “অগ্রগামী ইউথ উখিয়া” র গুণীজন সংবর্ধনা ও টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রায়হান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেলপ কক্সবাজার এনজিও’র প্রধান নির্বাহী পরিচালক জনাব আবুল কাশেম স্যার। বিশেষ অতিথি ছিলেন জালিয়াপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন সিকদার, শিক্ষক আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান ও ইমরান আল মাহমুদ।উক্ত অনুষ্টানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক আলা উদ্দিন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পদস্থ স্বেচ্ছাসেবী এবং আমন্ত্রীত অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আবুল কাশেম বলেন “নিজের স্বত্বাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন নতুন পরিচয়ে বিশ্বকে জয় করতে পারো, তাছাড়া সংগঠনের যেকোনো কাজে তারঁ সহযোগিতার হাত সবসময় থাকবে বলে আশ্বাস দেন। শুরুতে স্বাগত বক্তব্য ও সমাপনী বক্তব্য রাখেন সভপতি মোঃ রায়হান।

এসময় তিনি -সংগঠনের অতীতের কর্মকাণ্ড ও আগামীতে কি কি করবে তার যাবতীয় বিষয়াবলী তুলে ধরেন এবং তাদেঁর লক্ষ্য ও কর্ম পরিকল্পনা সম্পর্কে আমন্ত্রীত অতিথিদের উদ্দেশ্যে অবগত করেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরও খবর