চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় জান্নাতুল মাওয়া তাহসিন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি- সে আত্মহত্যার করেছে। তবে নিহতের মায়ের দাবি- মেয়েকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। তাতে প্রশ্ন দেখা দিয়েছে এটি হত্যা নাকি আত্মহত্যা?
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
তাহসিন ওই এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে রুমের সিলিং ফ্যানে ওড়না প্যাচানো ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন প্রতিবেশীর সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ তাহসিনকে মৃত ঘোষনা করেন। তাহসিনের মা মনোয়ারা বেগম বলেন, ‘মেয়ের স্বামী মহিউদ্দিন তার মামাতো বোনের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় পরিবারের লোকজনের সহায়তায় আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাড়ির সিলিং ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্দের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-