আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ক্যাম্প-৬ ডি ক্যাম্প-২ ইস্টের নুর মোহাম্মদ (৩৫) ও ক্যাম্প-৭ এর ব্লক-সি/৬ এর আব্দুল হামিদের ছেলে শামসু আলম (২৫)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫ এর ১২ নম্বর সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ ব্লক ডি/৫ এর ১২ নম্বর পাহাড় এলাকায় সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় দুই গ্রুপের মধ্যে আনুমানিক ১২-১৫ রাউন্ড গুলিবিনিময় হয়। গোলাগুলিতে নুর মোহাম্মদ নামের একজন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। শামসু আলম নামের একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
আশপাশের রোহিঙ্গারা আহত ব্যক্তিকে উদ্ধার করে ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শামসু আলম মারা যান। ঘটনার পর ক্যাম্পে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-