চ্যাম্পিয়ন মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় বালক দল ও থাইংখালী উচ্চ বিদ্যালয় বালিকা দল

উখিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়ার পুরষ্কার বিতরণ সম্পন্ন

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


উখিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পযার্য়ের ফাইনাল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হন থাইংখালী উচ্চ বিদ্যালয় বালিকা দল। খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। বালিকা দলের খেলা শেষে উপজেলা পর্যায়ের বালক দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় থাইংখালী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সালেহ আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন সহ প্রমুখ।

খেলায় বক্তব্যে অতিথিরা বলেন,”বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকাশে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি মানসিক, শারীরিক বিকাশে নিজেদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। উপজেলা পর্যায়ে না জেলা থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে বিজয় ছিনিয়ে আনতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কাবাডি,সাতার সহ পাচঁটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হওয়া দলগুলোকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় দর্শকদের সামনে।

আরও খবর