সংবাদ বিজ্ঞপ্তি •
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের স্বল্প সময়ের মধ্যে দানের হাত প্রসারিত করে ছোট-বড়, সকলের হৃদয়ে স্থান করে নেওয়া সোহেল চৌধুরী অসুস্থ হয়ে কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি উখিয়াবসীর দোয়া কামনা করেছেন।
জানা যায়, তিনি পারিবারিক কাজে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় যান এবং সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে ডাক্তারের শরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ডাক্তারের দেওয়া পরিক্ষায় ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়।
এদিকে এক ফেসবুক পোস্টে সোহেল চৌধুরীর পিতা ইসকান্দর চৌধুরী তার বড় ছেলের অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছেন।
সেখানে তিনি উল্লেখ করে লিখেছেন, ‘বাবা বেঁচে থাকতে ছেলের এমন অবস্থা পৃথিবীর কোন বাবা মেনে নিতে পারেনা। হে মাবুদ আপনার কাছে আপনার কুদরতির হাত দিয়ে আমার বড় ছেলে আমার কলিজা সোহেল চৌধুরীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। সে এখন কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনআছে। আমি তার বাবা হিসাবে সকলের কাছে দোয়ার কামনা করছি।।
এদিকে তার অসুস্থ হওয়ার খবরে রাত থেকে অনেকেই দোয়া কামনা ও আশু সুস্থতা কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন।
উল্লেখ্য, সোহেল চৌধুরী ইতোমধ্যে রত্নাপালং ইউনিয়নের অসহায়, দুঃস্হ, এতিম, প্রতিবন্ধী, শ্রমিক দিনমজুর,ও অসুস্থ মানুষদের নিঃস্বার্থভাবে সেবামূলক সহায়তা করে আসছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-