শহিদুল ইসলাম ইমরান •
কক্সবাজার শহরের কলাতলী সী গাজিপুর রিসোর্ট থেকে জেসমিন (২৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে হোটেলটির ২য় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিষ্ট্রেশন খাতা থেকে জানা যায়, নিহত তরুণী রামু জোয়ারিয়ানালার এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
হোটেলের বরাতে তিনি কক্সবাজার জার্নালকে বলেন, এক তরুণী আজ সিঙ্গেল এসে রুম বুকিং করে হোটেল উঠেন।হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার সাড়া না পেলে মালিক পক্ষ কে অবগত করেন। হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-