রামুতে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা

সোয়েব সাঈদ, রামু :

রামুতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় রামুর গর্জনিয়া বাজার এবং চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে গর্জনিয়া বাজারের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও সীলগালা, কচ্ছপিয়া হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রামু চৌমুহনী স্টেশনে ডক্টরস প্যাথলজি সেন্টারকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন- রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন।

তিনি জানান- জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আনসার সদস্যরা অভিযান চলাকালে সার্বিক সহয়তায় ছিলেন।

আরও খবর