চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি পুলিশের জালে!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়ায় অভিযান পরিচালনা করে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ।

১১ সেপ্টেম্বর (সোমবার) গভীর রাতে উপজেলার কৈয়ারবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত যুবক হলেন, পারিবারিক ৬৭/১৯ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী কৈয়ারবিলের খিলছাদক এলাকার মো. ইসহাক মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই শামীম আল মামুন, এএসআই রাজীব ও এএসআই জাহাঙ্গীর আলম ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ জানান, আটককৃত আসামীর ৬ মাসের সাজা অবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পলাতক ছিল।

তিনি আরও বলেন, আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ১০ সেপ্টেম্বর (রোববার) ডাবল মামলা সহ সাজাপ্রাপ্ত দুই পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

আরও খবর