ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অমান্য করে পরিবেশের ক্ষতি করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা গুণলো উখিয়ার কোর্টবাজার ও মরিচ্যা এলাকার সাদিয়া রাইচ মিল, আর এইচ রাইচ মিল ও চাউলের দোকানের মালিকগণ।
সোমবার(১১ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ।
জানা যায়, কোর্টবাজার ও মরিচ্যা এলাকায় কয়েকটি রাইচ মিলে দেশীয় পাটের তৈরি বস্তা ব্যবহার না করে পরিবেশ ক্ষতিগ্রস্থ হয় এমন প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছে মিলগুলোতে। দিন দিন কৌশলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে তারা। এতে দেশের অভ্যন্তরের চার কোটি মানুষের পাট নির্ভরশীলতা কমে যাচ্ছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি পরিবেশের দূষণও বেড়ে চলছে।
এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান পরবর্তী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ কক্সবাজার জার্নালকে বলেন, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অমান্য করে পরিবেশের ক্ষতি করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে কোর্টবাজার ও মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করে দুটি রাইচ মিল ও চাউলের দোকান থেকে তিনটি মামলায় ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশের দূষণ রোধে ইতিপূর্বেও নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-