কক্সবাজারে শালিক রেস্তোরাঁর মালিকের পুত্রের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শহিদুল ইসলাম ইমরান•

স্কুল ছাত্রীকে ধর্ষণ , ইভটিজিং ও মারামারির এর অভিযোগ উঠেছে শালিক রেস্তোরার মালিকের পুত্র আরিফের বিরুদ্ধে

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও সব ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও ইভটিজিং করার অভিযোগ করছেন শালিক রেস্তোরার মালিক নাছিরের ছেলে আরিফের বিরুদ্ধে।

গত ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কলাতলিতে ঘটনা ঘটে।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানান শিক্ষার্থীরা।
তারা আরও বলেন,যে ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন ভবিষ্যৎ চিন্তা করে তার পরিচয় গোপন রাখতে বলেন অনেকেই ।

আরিফ ছাত্রীদেরকে স্কুলে যাওয়ার সময় তার দামি বাইক ও টাকার প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার এক ছাত্রীকে মারধরও করেছেন বলে জানান শিক্ষার্থীরা। আরিফের কারণে ছাত্রীরা স্কুলে যেতে নিরাপত্তা পাচ্ছে না। আরিফের যথাযথ শাস্তি ও স্কুলের আশপাশে যেন না আসে সেই দাবি করেন শিক্ষার্থীরা অন্যথায় ক্লাস বর্জনের ঘোষনা দেন ।

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেছেন শিক্ষার্থীদের ধর্ষণ ও ইভটিজিং এর লিখিত কোন অভিযোগ নেই। তবে শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে ইউএনও কে জানানো হয়েছে এবং আরিফ ও তার পরিবারকে স্কুল এলাকা থেকে সরানোর ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে কক্সবাজার জার্নাল কে ১২ নং পৌরসভার কাউন্সিলর এম.এ মঞ্জুর বলেছেন আরিফ এর বিরুদ্ধে ইভটিজিং ও মারামারির একটি অভিযোগ করা হয়েছে বলে শুনেছি থানায়।

আরও খবর