কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও চার জেলে মারা গেছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজন আর সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে মারা যান একজন। এ নিয়ে উক্ত ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৫ জন মারা গেল।
চিকিৎসকেরা জানান, দগ্ধদের শরীরের ৬০-৭০ ভাগ পুড়ে গিয়েছিল। মারা যাওয়াদের সবার এবং চিকিৎসাধীন অন্যদের শ্বাসনালি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মারা যাওয়া তিনজন হলেন রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) এবং আরমান (২২)। তারা কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। আর সোমবার মারা যান কক্সবাজার সদরের বাসিন্দা ওসমান গনি (২০) এর আগে দগ্ধ হবার পরেরদিন চমেক হতে ঢাকায় নেয়ার পথে মারা যান আইয়ুব আলী(৪৮) নামের জেলে।
নিহত ওসমানের স্ত্রী জান্নাতুল ওয়াকিয়া আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে করুণভাবে বিদায় নিলেন ওসমান।
চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জেলের ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ৫ জেলের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জেলে।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, কক্সবাজারের ফিশারিঘাটে নোঙর তরা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জেলে মারা গেছেন বলে জেনেছি। একজন ঢাকায় এবং বাকি চারজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি থাকা জেলে ওসমান গনি (২০) সোমবার ভোরে মারা যান।
মঙ্গলবার সকালে মারা যান জেলে রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) এবং আরমান (২২)। শনিবার ভোরে ঢাকা নেওয়ার পথে মারা যান আইয়ুব আলী (৪৮) নামে এক জেলে। এ সময় আহত অপর দু’জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এস খালেদ গণমাধ্যমকে বলেন, চিকিৎসাধীন অন্য সবার অবস্থাও আশঙ্কাজনক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-