টেকনাফে ধরা পড়লো ৪ মাদক পাচারকারী: ব্যাগভর্তী ইয়াবা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ কোস্ট গার্ড সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ৪ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ২৮ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

ধৃত পাচারকারীরা হচ্ছে-মোঃ সলিম (৪০), মোঃ ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫),আব্দুর রহমান (৩০)।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরের দিকে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান অভিযানের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদে টেকনাফ কোস্ট গার্ড জানতে পারে মিয়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফের সাবরাং ইউপি মুন্ডার ডেইল ফিশিং ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সেপ্ কোস্ট গার্ড টেকনাফ শাখায় কর্মরত লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময়ে আনুমানিক রাত দেড় টার দিকে মুন্ডার ডেইল ফিশিং ঘাটে গভীর সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জন ব্যাক্তিকে নামতে দেখা যায়।

এরপর কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামানোর জন্য সংকেত দিলে ফিশিং বোটটি ঐ চার ব্যাক্তিকে নামিয়ে দিয়ে পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। নেমে যাওয়া ব্যাক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাদের সবাইকে তল্লাশী করে এবং ধৃত মো ইয়াছিন (৩৬)’র হাতে থাকা একটি পলি ব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ৪ মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর