বিশেষ প্রতিবেদক •
কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইকে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের আরও ছয় যাত্রী।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার নলবিলা দরগাহ গেট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে মারা যান তিনি।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোশাররফ হোসেন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন তিনি।
আহতরা হলেন লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন, শুকতারা বেগম, তার মেয়ে তাসফিয়া, রহিমা বেগম, আক্কাস আহমদ ও নাহিদা বেগম।
এসআই জানান, রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখী দুটি ইজিবাইক মহাসড়কের নলবিলা দরগাহ গেট এলাকায় পৌঁছলে একইমুখী একটি বাস ইজিবাইক দুটিকে চাপা দেয়। এতে মোশাররফ হোসেন মারা যান। আহত হন আরও ছয়জন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-