নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের শীলের ছড়া নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে সদ্য নির্মিত জবরদখলকৃত ৩০ শতক জায়গায় অভিযান পরিচালনা করে ২টি টিনের ঘর উচ্ছেদ করা হয়েছে। এতে করে ভূমিদস্যুদের হাত থেকে ৩০ শতক সরকারী জমি উদ্ধার করা হয়েছে। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
০৩ সেপ্টেম্বর (রোববার) উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান ও স্টাফদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের জায়গা অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করছিল একটি মহল। খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ঘর ভেঙ্গে জবরদখল মুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করা হবে। এছাড়া ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বনবিভাগের জায়গা জবরদখল ও ঘরবাড়ি নির্মাণ থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-