টেকনাফ প্রতিনিধি •
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মহেশখালীয় পাড়ার মৃত ফরিদ সওদাগরের ছেলে এবং পেশায় বিদ্যুৎ মিস্ত্রি।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদে তার বোনের বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত ভিকটিমের মামা মো. নেওয়াজ।
তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. কেফায়েত উল্লাহ (৩০) একজন বিদ্যুৎ মিস্ত্রি। সে শনিবার সন্ধার দিকে টেকনাফের ইসলামাবাদ তার বোনের বাসায় বিদ্যুৎ লাইনে কাজ করতে যায়।
বিদ্যুৎ লাইনে কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মো. কেফায়েত উল্লাহ সিটকে পড়ে যায়। পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বলেন, এব্যাপারে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-