বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেকনাফে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে টেকনাফ উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও বিশাল এক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা র‍্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ-সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য সোলতান আহাম্মদ বি,এ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জাফর আলম মেম্বার, টেকনাফ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহাম্মদ কাউন্সিলার, যুগ্ন-সম্পাদক আনোয়ার কামাল আনু, টেকনাফ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলম মেম্বার, সম্পাদক নুর কামাল, জেলা কৃষক দলের যুগ্ন-আহবায়ক মো.নুরুন্নবী গিয়াস উদ্দিন ভুলু,আব্দুর রউফ,উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক ছিদ্দিক মেম্বার,মোহাম্মদ সেলিম, এইচ এম ফারুক শরীফ মন্জুর।

জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাব্বির মুন্সি,নুরুল ইসলাম ইসু, এদিকে শত শত বিএনপি পাগল নেতা কর্মিদের সাথে নিয়ে আলোচনা সভা ও র‍্যালীতে অংশ গ্রহন করে অগ্রণী ভুমিকা পালন করেছেন, টেকনাফ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মুন্না, পৌরসভা যুব দলের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ আমিন,মটর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরীফ হোসেন কালু,সাধারন সম্পাদক মো.সোহেল, পৌরসভা কৃষক দলের সভাপতি মো.হাসেম, সম্পাদক সাইফুল ইসলাম, টেকনাফ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি-সম্পাদক, হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি-সম্পাদক,হোয়াইক্যং ইউনিয়পর কৃষক দলের সভাপতি-সম্পাদক, বাহারছড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি-সম্পাদক, টেকনাফ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ শফি,বোখারী, আব্দুর রহমান ইবনে আমিন,তাঁতী দলের সভাপতি আব্দুল আমিন,আব্দুল আজিজ ও ভিবিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আগত বিএনপি পাগল তৃনমুলের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সরকার দেশের মানুষকে বোকা ভাবছে। বহু গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৭১ সালে যে দেশকে স্বাধীন ঘোষনা করে সঠিক গণতন্ত্রের বাংলাদেশে রুপান্তরিত করেছিলেন সেই দেশে আর এই সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেওয়া হবে না।

নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে তা এত সহজ নয়। শেখ হাসিনার পদত্যাগ করার জন্য এক দফা আন্দোলনকে চলমান রাখার মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগ করার জন্য বাধ্য করবো ইনশআল্লাহ। নিরেপক্ষ তত্বাবধায়ক সরকার প্রতিষ্টিত না হওয়া পর্যন্ত প্রানের সংগঠন বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহন করবেনা।

তিনি আরো বলেন, আমাদের মা দেশো নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও কক্সবাজার জেলা বিএনপির কান্ডারী আমাদের প্রান প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিঠির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন সাহেবকে দেশে ফিরিয়ে এনে তত্বাবধায়ক সরকার গঠন করেই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো।

আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র‍্যালী টেকনাফ পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন।

আরও খবর