ইয়াবা বিক্রি করতে গিয়ে ধরা পড়লো ৭০ বছর বয়সী বৃদ্ধ!

চট্টগ্রাম •

নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড় এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

আটক মো. কামাল হোসেন হবিগঞ্জের মাধবপুর থানার ছাতিয়ান ইউনিয়নের সেকান উদ্দিনের বাড়ির মৃত মো. রইছ উদ্দিনের ছেলে।

জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. কামাল হোসেনকে আটক করে তার হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায় , সে উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে পাইকারি মূল্যে ক্রয় করে খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

আরও খবর