নতুনরূপে যাত্রা শুরু করেছে কোর্টবাজারের “সৈকত হোটেল”

ইমরান আল মাহমুদ:


ফের নতুনরূপে যাত্রা শুরু করেছে স্বাস্থ্যসম্মত মনোরম পরিবেশের খাবারের হোটেল সৈকত হোটেল। উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনের এন আলম শপিং কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত সৈকত হোটেলের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মার্কেটের স্বত্বাধিকারী নুরুল আলম।

জানা যায়, সৈকত হোটেল দীর্ঘদিন যাবত সুনামের সাথে খাবার, নাস্তা পরিবেশন করে আসছে। স্বল্পমূল্যে ভালো মানের খাবারের অন্যতম নির্ভরযোগ্য হোটেল হিসেবে এটি বেশ পরিচিতি লাভ করে। কয়েক মাস বন্ধ থাকার পর ফের নতুনরূপে আবারও যাত্রা শুরু করে।

শুক্রবার(১ সেপ্টেম্বর) জুমার নামাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ।

সৈকত হোটেলের প্রোপ্রাইটর হেলাল উদ্দিন বলেন,” এখানে স্বল্পমূল্যে ভালো মানের নাস্তা ও খাবার পরিবেশন করা হয়। সম্পূর্ণ ধূমপান মুক্ত পরিবেশে এ হোটেল নতুনরূপে যাত্রা শুরু করেছে। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

আরও খবর