টেকনাফে দুই অপহরণকারী আটক: ভিকটিম উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে পুলিশ সদস্যরা অপহৃত হওয়া এক ভিকটিমকে উদ্ধার করেছে। উক্ত অভিযানে দুই রোহিঙ্গা অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল।

ধৃতরা হচ্ছে-টেকনাফ হ্নীলা ইউনিয়ন ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদা,শিয়াইল্যা ঘোনা এলাকার নুর মোহাম্মদ’র পুত্র মনিরুল আলম প্রকাশ মনিয়া(২১), অপর জন মোচনী শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের এর বাসিন্দা মো. আইয়ুব’র পুত্র মোহাম্মদ রিয়াজ(১৬)।

তথ্যটি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ৩০ আগস্ট (বুধবার) ভোর রাতের দিকে অপহরন হওয়া ভিকটিম ও দুই অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

অপহৃত ভিকটিম হচ্ছে-একই ইউনিয়ন ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদার মৃত নুরুল আলম’র পুত্র নুরুল আবছার (১৫)।

ধৃত দুই অপহরণকারীসহ উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে উদ্ধার হওয়া ভিকটিমের ভাই বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

আরও খবর