গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা এক নারী কারবারী গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
সত্যতা নিশ্চিত করে ৩০ আগস্ট (বুধবার) রাতে (ওসি) জোবাইর সৈয়দ জানান,গোপন সংবাদের মাধ্যমে ২৯ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হ্নীলা ইউপি জাদীমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন চকিদার বাড়ীর একটি বসত ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করে ১৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবার চালানটির সাথে জড়িত শহর বানু(৪৫) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করতেও সক্ষম হয়।
তিনি আরো বলেন, ধৃত নারী কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আাদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-