রামুতে ইয়াবাসহ ধরা পড়লো টেকনাফের মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের রামুতে ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব সাতঘড়িয়া এলাকার ফেরদৌস (২১)।

সত্যতা নিশ্চিত করে রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান নামক স্থানে বাসের জন্য অপেক্ষামান যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ।

এই তথ্যের ভিত্তিতে রামুক্রসিং হাইওয়ে থানার এসআই আজহারুল ইসলাম ফোর্সসহ উক্ত ব্যক্তিকে আটক করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও খবর