রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর কাছে মিললো ৬৬০০ পিস ইয়াবা!

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের অভিযানে ৬ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে উখিয়ার নৌকার মাঠ ক্যাম্পের আকিজ পাহাড়স্থ সাব ব্লক-এ/১ এর রোহিঙ্গা চিকিৎসক শফিকের শেডের পার্শ্বে কাঁটাতারের বেড়া সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি ক্যাম্প-২/ডব্লিউ এর পিতা-মৃত করিম উল্লাহর পুত্র মোহাম্মদ আয়াস (২৪)।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর