গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে ছুরিকাঘাত করে জন্মদাতা পিতাকে হত্যা করেছে পুত্র।
তথ্য সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউপি মৌলভীপাড়া নামক এলাকায় পারিবারিক কলহের জের ধরে পুত্রের হাতে থাকা কাঁচির আঘাতে পিতা বশির আহমদ (৫০) মারা গেছে।
২৯ আগস্ট (রোববার) সকাল ৭ টার দিকে এ ঘটনাটি সংঘটিত হয়।
নিহতের পারিবারের কাছ থেকে তথ্য নিয়ে আরো জানাযায়,দীর্ঘদিন ধরে পিতা আর পুত্রের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
সেই সূত্র ধরে আজ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকারী পুত্র পারভেজ ও তার জন্মদাতা পিতার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে।কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে পিতার মাথায় আঘাত করে।
এতে পিতা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রেফার করে। এরপর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহতের ভাই সাব্বির আহমদ গণমাধ্যম কর্মিদের বলেন। প্রতিনিয়ত হত্যাকারী পুত্র ফারবেজ আমার ভাই বশির আহমদকে মারদর করে আসছিল। অবশেষে আজ আমার ভাইটাকে হত্যা করলো।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) মোহাম্মদ জুবাইর সৈয়দ বলেন, পারিবারিক কলহের জেরে পুত্র পিতাকে খুন করেছে। নিহত লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাশিপাশি হত্যাকারীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-