চকরিয়ায় নারীসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামি আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও এলাকায় শান্তি বজায় এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে হারবাং পুলিশ ফাঁড়ি।

তারই ধারাবাহিকতায় ২৮ আগষ্ট (সোমবার) গভীররাতে হারবাং এলাকায় অভিযান পরিচালনা ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, জিআর মামলা ৫৩৫/২২ (মারামারি) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি নুনাছড়ি এলাকার মৃত ফজল করিমের ছেলে ইব্রাহিম আলী (৩২) ও নুরুল আলমের স্ত্রী আমেনা বেগম (৪৮) এবং জিআর ৪৩৯/২২ (মারামারি) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি একই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এএসআই রাজীব ও এএসআই সোলেমান, মহিলা আনসার সদস্য এবং ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে পুলিশ আটক করেছে। তাদেরকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ৩ দিনে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ বিভিন্ন মামলায় ১৩ জন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর