কক্সবাজারে মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার!

শহিদুল ইসলাম ইমরান •

কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরী নদীতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের লাশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে টানা ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে পাহাড় থেকে উজান ঢলের পানি মাতামুহুরী নদীতে নেমে আসে। আর ওই নদীর স্রোতের পানিতে ভেসে আসে এক ব্যক্তির লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর।

স্থানীয় ইউপি সদস্য শরিফ বলেন, ‘সকালে স্থানীয়রা আমাকে জানালে আমি গিয়ে পুলিশকে খবর দিই।’

মাতামুহুরী নদী থেকে যুবকের লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও খবর