আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
ঢাকা হতে কক্সবাজারগামী বাস তল্লাশী করে মালিকবিহীন ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামকস্থানে মহাসড়কের উপর একটি যাত্রীবাহি বাসে এ অভিযান চালানো হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদকপাচারের সংবাদ পেয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজারে বিজিবির চৌকস আভিযানিক টহল দল মেজর মো. আবদুল আজিজ ভূঁইয়া, উপ-অধিনায়কের নেতৃত্বে অবস্থান নেয় বিজিবি।
এসময় একটি ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশী চালানো হয়। তল্লাশী এক পর্যায়ে একটি ব্যাগ থেকে ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে ব্যাগটি মালিকবিহীন হওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-