টেকনাফে খাটের নিচে মিললো ৮০ হাজার ইয়াবা: কারবারি ইসমাইল ধরা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফে এক মাদক কারবারীর বসত-বাড়ির খাটের নিচ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এসময় মাদকের চালানটির সাথে জড়িত ইসমাঈল এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

র‍্যাবের পাঠানো প্রেস বার্তা সূত্রে জানা যায়,গোপন সংবাদের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট (রবিবার) সকাল ৭টার দিকে র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পে কর্মরত র‍্যাবের একটি আভিযানিক দল সাবরাং ইউনিয়ন মন্ডল পাড়ায় জনৈক নুরুল ইসলামের বসত বাড়িতে অভিযানে গেলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে এক যুবক পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

সে উক্ত বাড়ির মালিক নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ ইসমাঈল (৪৯)। এরপর ধৃত যুবকের স্বীকারোক্তী মোতাবেক তার শয়ণ কক্ষের খাটের নিচ থেকে বস্তাভর্তী ভ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও অজ্ঞাতনামা ২/৩জন পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর