হলদিয়ার কথিত শোক দিবসের সভা নিয়ে উখিয়া উপজেলা আ’লীগের বিবৃতি

  • হলদিয়ার কথিত শোক দিবসের স্মরণ সভা দলীয় শৃঙ্খলা পরিপহ্নি ও বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নের অংশ

প্রেস বিজ্ঞপ্তি •


হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের নাম দিয়ে শোক দিবসের স্মরণসভার নামে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখা একটা সু শৃঙ্খল ও শক্তিশালী সংগঠন। আমরা সভাপতি / সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সহ সাংগঠনিক সকল কর্মকাণ্ড অত্যন্ত সু শৃঙ্খলভাবে পালন করে আসছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গত ৩০/০৭/২০২৩ ইং উখিয়া উপজেলা আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভা সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চেয়ারম্যান এর সঞ্চালনায় উখিয়া বাসমতি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির কর্মকর্তা, সদস্য ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন এবং উপস্থিতির স্বাক্ষর নিশ্চিত করেন।

বর্ধিত সভার সিদ্ধান্তক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করার জন্য উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক নিম্নোক্ত তারিখ ও স্থান নির্ধারণ করা হয়।

# ১৫/৮/২০২৩ ইং উপজেলা আওয়ামী লীগ ও রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

# ১৭/৮/২০২৩ ইং জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইনানী রেষ্ট হাউজ।

# ১৯/৮/২০২৩ ইং হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মরিচ্যা ৭১ কনভেনশন হল।

# ২২/৮/২০২৩ ইং রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কোটবাজার দক্ষিণ স্টেশনে।

# ২৫/৮/২০২৩ ইং পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উক্ত সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সার্বিক তত্বাবধানে উপজেলা আওয়ামী লীগ ও ৫ ইউনিয়ন আওয়ামী লীগের সিডিউল মোতাবেক জাতীয় শোক দিবসের আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিল আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।

এখানে অত্যন্ত পরিতাপের বিষয় যে, উপজেলা আওয়ামী লীগের সিডিউল মোতাবেক গত ১৯/৮/২০২৩ ইং হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল উপস্থিত হয়নি।

এছাড়াও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের নৌকার বিদ্রোহী প্রার্থী সম্প্রতি সরকার বিরোধী সহ বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদানকারী চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর প্ররোচনায় তার মা হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল পরিকল্পিত ভাবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ২৬ আগষ্ট শোক দিবসের স্মরণ সভার নামে আরেকটি সভার আয়োজন করেন। যে আয়োজনের সাথে উপজেলা আওয়ামী লীগ অবগত নয় এবং সম্পৃক্তও নয়।

অথচ বিনা অনুমতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, দলের সিনিয়র নেতাদের নাম তথাকথিত অনুষ্ঠানের ব্যানারে ব্যবহার করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভার সিদ্ধান্তকে উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায় আমরা উখিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ১৯/৮/২০২৩ইং হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের নির্ধারিত শোক দিবসের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজলের অনুপস্থিতি এবং তার পুত্র নৌকার বিদ্রোহী চেয়ারম্যান ইমরুল কায়েস এর বাধার মুখে অনুপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি / সাধারণ সম্পাদক এর বিষয়ে গঠনতন্ত্রের আলোকে শ্রীঘ্রই সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী নিয়ে তথাকথিত স্মরণ সভার নামে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গ করার বিষয়ে আমরা উখিয়া উপজেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা জানাচ্ছি এবং উক্ত বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

আরও খবর