চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় পুলিশের একটি টহল ভ্যানে থাকা ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বেলা ১টার দিকে সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির সদস্যরা।
এ ঘটনায় একজন পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, তাদেরকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসলে এ সংঘর্ষ ঘটে। ট্রেনের ধাক্কায় গাড়িটি দূরে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কয়েকজন পথচারিও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-