টিকটকের আড়ালে চলত ইয়াবা ব্যবসা: চালান নেন কক্সবাজার থেকে

ডেস্ক রিপোর্ট •

মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতেন ইউনুস। আর টিকটক ভিডিও তৈরি করতে কক্সবাজার ভ্রমণের আড়ালে নিজেই চালান করতেন ইয়াবা। মাদক পরিবহন করতেন মোটরসাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায়। এভাবে তিন বছর পার করার পর, অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়েছেন তিনি।

ঢাকা মেট্রো উত্তর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালাতেন মোহাম্মদ ইউনুস। একইভাবে টিকটকেও সচেতনতার বাণীও দিতেন তিনি। টিকটকে তার অনুসারী ৩০ লাখের বেশি। তবে টিকটক ভিডিও বানানোর আড়ালে ইউনুস নিজেই মাদক ব্যবসায়ী। কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ভিডিও বানানোর নামে ভ্রমণে যান। ঢাকায় ফেরার পথে নিয়ে আসেন মাদকের বড় চালান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তিন বছর ধরে এই কারবারে জড়িত ইউনুস।

মেহেদী হাসান আরও জানান, নিজের মোটরসাইকেলের টায়ারের ভেতর তুলা ঢুকিয়ে তার মধ্যে ছোট বেলুন ভরেন ইউনুস। ওই বেলুনেই থাকে ইয়াবা। মাদক ব্যবসায় জড়িত আরও কয়েকজন টিকটকারের তথ্য রয়েছে অধিদপ্তরের কাছে।

আরও খবর