চট্টগ্রামে ইয়াবাসহ টেকনাফের দুই কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট •

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স সড়কের চামড়ার গুদাম সন্দ্বীপ ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার সাবরং ডেইলপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. শফিউল্যাহ (৩৫) এবং রাজারছড়া পূর্ব করাচিপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ইমাম হোসেন (২৮)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি জাহিদুল কবীর ।

আরও খবর