মাহমুদুল হাসান •
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত খালে পড়ে যুবক নিখোঁজ।
শুক্রবার(২৫- আগষ্ট) জুমার পর পর সীমান্ত খালের গভীরে যুবক নিখোঁজের খবর পেয়ে ছুটে যান জনপ্রতিনিধিসহ এলাকার স্হানীয় জনগন।স্হানীয়রা অনেকক্ষণ খোঁজাখোঁজির পরে ব্যর্থ হয়ে উখিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্হলে এসে ৪ঘন্টারও বেশি উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদ হোসেন। একদিকে সীমান্তবর্তী খাল অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় নাই এবং আগামীকাল সকালে আবারও উদ্ধার কর্যক্রম চালাবেন বলে জানিয়েছেন এ স্টেশন কর্মকর্তা।
নিখোঁজ যুবক কক্সবাজার জেলার রামু উপজেলার মিঠাছড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন ৩৬(মিসকল) বলে জানিয়েছেন নিখোঁজ যুবকের স্ত্রী আমেনা বেগম।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু শাহা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে শুনেছি তবে কেউ অভিযোগ দায়ের করেনি। পরবর্তী অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন এ কর্মকর্তা ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-