টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আদিয়া খাতুন (২৩) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরেুদ্ধে।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।
আলীখালী রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর মাঝি নুরুল আমিন জানান, আদিয়া খাতুনের সঙ্গে নুর কামালের পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সবাই যখন রোহিঙ্গা গণহত্যার ছয় বছর পুরণের সমাবেশ নিয়ে ব্যস্ত ওই সময়ে জানতে পারলাম, সকাল ৯টার দিকে তাদের মাঝে আবারও ঝগড়া লাগে। এসময় নুর কামাল উত্তেজিত হয়ে স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-