ইমরান আল মাহমুদ •
দক্ষিণ কক্সবাজারের অন্যতম কোচিং সেন্টার উখিয়া উপজেলার কোর্টবাজারে অবস্থিত আইসিটি স্পেশাল কেয়ার এন্ড ইংলিশ কেয়ার’র এইচএসসি পরীক্ষার্থী-২৩ এর ফেয়ারওয়েল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(২৪ আগস্ট) সকালে কোর্টবাজার স্টেশনে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত ফেয়ারওয়েল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া। অনুষ্ঠানে বিগত দিনে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার বিতরণ করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নিখিল বড়ুয়া। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,”বিদায় অর্থ চলে যাওয়া নয়। আইসিটি স্পেশাল কেয়ারে বার বার তুমরা আসবে। আমরা সবসময় তোমাদের সফলতা কামনা করছি। সফলতার কোনো শেষ নেই। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিদায়ের মুহুর্তে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে নিশান, শ্রাবন্তী বড়ুয়া, সাইফুল ইসলাম বক্তব্যে বলেন,”আমরা টানা দুইবছর আইসিটি স্পেশাল কেয়ারে জয় দাদার সান্নিধ্যে ছিলাম। আপন ভাই বোনের মতো করে আমাদের আইসিটি বিষয়ে সহজভাবে শিখিয়েছেন। আজকের এ দিনে খুবই মায়াকান্না হচ্ছে। তবুও গতানুগতিক ধারাকে মেনে নিয়ে প্রস্থান করতে হবে। আমরা সবসময় আইসিটি স্পেশাল কেয়ারে জয় দাদার সান্নিধ্যে থাকবো।”
দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আবছার হাব ব্যান্ডের পরিচালনায় গান পরিবেশন করেন সংগীতশিল্পী সাহেদ,মোর্শেদ ও তাসিন।
প্রতিষ্ঠানের পরিচালক জয় বড়ুয়া বলেন,”হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ ছয়টি বছরের মধ্যে এবারের এইচএসসি ব্যাচের অনুষ্ঠানটি সবচেয়ে বেশি আনন্দময় করেছে শিক্ষার্থীদের। দুইটি বছর পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি। সামনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই যাতে পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করতে পারে সেটি প্রত্যাশা করছি। পাশাপাশি আইসিটি স্পেশাল কেয়ারে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালুসহ কারিগরি বিষয়ে সব কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-