নিজস্ব প্রতিবেদক •
পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালী হামলার শিকার হয়েছেন শামসুল আলম নামে এক কৃষক। তাকে উদ্ধার করতে এসে আহত হয়েছে তার ছেলে, স্ত্রী, জামাতা এবং ব্যবসায়ী। সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায়নি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িও।
স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ হামলাকারীদের ফেলে একটি দেশী তৈরি বন্দুক উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শামসুল আলম ছাড়াও আহত হয়েছেন তার স্ত্রী নুর আয়েশা বেগম (৪৫) ছেলে জসিম উদ্দিন (২৪), মেয়ের জামাই জসিম (৩০) এবং নুরুল ইসলাম (৪৫)।
আহত শামসুল আলম জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার ভাই আব্দুল হকের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে আমার ভাইয়ের ছেলেরা আমাকে মারতে আসে। রাত আটটার দিকে আমি ভাতিজা নুরুল ইসলামের দোকানে বসে অন্যদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এ সময় মদ্যপান করে আমার ভাই আব্দুল হকের ছেলে মিজান মদ্যপান করে আতিক, লুৎফুর রহমানসহ ১০/১৫ দেশীয় তৈরি বন্দুক, লাঠি লোহার রড় নিয়ে আমার উপর হামলা করে। এ সময় আমাকে উদ্ধার করতে এসে ছেলে জসিম, মেয়ের জামাই জসিম এবং ভাতিজা নুরুল ইসলামকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সময় মিজানের কোমর থেকে তার ব্যবহৃত একনলা বন্দুকটি পরে যায়।
আহত দোকান ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, আমার চাচা আব্দুল হক পরিবারের অন্যভাইদের জমি ভূঁয়া খতিয়ান করে দখল করে রেখেছে। এ নিয়ে বিভিন্ন সময় ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। আজ রাতে হঠাৎ চাচাতো ভাইরা চাচা শামসুকে মারতে আসে। আমার দোকানে সামনে হামলা করায় আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার উপরও হামলা করে। তারা এক পর্যায়ে পূর্বের শত্রুতা বসত আমার বাড়িতেও হামলা চালায়। ঘর ভাংচুর এবং বাগান নষ্ট করে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।
এদিকে এলাকায় হামলার ঘটনা শোনতে পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন।
জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমিও ঘটনাস্থলে গিয়েছি এবং হামলার বিষয়টি জেনেছি। স্থানীয়রা আমাকে জানিয়েছে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি অস্ত্রও ফেলে গেছে। যেহেতু পুলিশ ঘটনাস্থলে এসেছেন সেহেতু বিষয়টি পুলিশ দেখছে।
এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-