বিশেষ প্রতিবেদক •
কক্সবাজার শহরের আবাসিক হোটেল কক্ষে হাত বেঁধে ছুরিকাঘাত করে আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিনকে হত্যাকারি সেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া যুবক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে হোয়াইক্যং পুলিশের চৌকস টিম তাকে
গ্রেফতার করে। রাতে যানবাহনে তল্লাশীকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই রোকনুজ্জামান।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের ইসলামপুর,
দক্ষিণ পাহাড়তলি এলাকার মো. হাশেম প্রকাশ কাসেম মাঝির ছেলে।
গত রবিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া এক যুবককে সাথে নিয়ে এই সাইফুদ্দিন হলিডে মোড়ের একটি হোটেলে যান। যে যুবককে রাত ৮ টা ১০ মিনিটের পর ওই কক্ষ ত্যাগ করে একাই চলে গেছেন। হোটেলটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্যের যুবককে শনাক্ত করে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।
হত্যার ঘটনা নিয়ে দিনভর নিহত সাইফুদ্দিনের কথিত শ্যালক নয়নকে
নিয়ে আলোচনা চলছেও। সন্ধ্যার পর থেকে নতুন আলোচনায় আসছে কক্সবাজার শহরের ইসলামপুর, দক্ষিণ পাহাড়তলি এলাকার আশরাফুল ইসলাম নাম।
অনেকের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা যুবকটি আশরাফুল।
সে পাহাড়তলী এলাকার ওয়ামী একাডেমীর ছাত্র।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-