সীমান্ত থেকে ১৮টি বার্মিজ মহিষ জব্দ করলো বিজিবি!

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :


রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা।

সোমবার ( ২১ আগস্ট) দুপুর ১টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির একটি চৌকস আভিযানিক দল ৩৪/৭ পিলারের একশো গজ উত্তর পশ্চিম এলাকা কাঠালবনিয়া হতে পাচারকারীদের ধাওয়া করে অবৈধভাবে আসা এ মহিষ জব্দ করতে সক্ষম হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে বিজিবি কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। তারই ধারাবাহিকতায় মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মহিষ জব্দ করা হয়েছে। তিনি এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।

আরও খবর