নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী শফিক নামের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এপিবিএন পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকালে তাকে আটক করা হয়েছে। আটক মো. শফিক টেকনাফের জালিয়া পালংয়ের বাসিন্দা মো. রফিকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।
তিনি বলেন, সকালে ঢাকা গমনের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর কনকোর্স হলে প্রবেশকালে সন্দেহ হলে তল্লাশি করা হয় ওই যাত্রীকে। এসময় তার সঙ্গে থাকা খয়েরি রংয়ের একটি ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে তার ব্যাগে সু-কৌশলে রাখা ৩ হাজার ১৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৮হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-