আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে ডাকাত দলের ডেরায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে র্যাব-১৫ এর একটি দল। শুক্রবার রাত পৌনে ১০টায় এ খবর লেখার সময় ওই পাহাড় ঘিরে অভিযান চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ সাদিকুল হক।
তিনি জানান, টেকনাফের গহীন পাহাড়ে ডাকাত দলের সন্ধান পেয়ে র্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করলে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়।
ওই কারখানা থেকে কী সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে এবং গ্রেপ্তারের তথ্য অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-