নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ধরা রামুর দুই যুবক!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি •

নাইক্ষ্যংছড়িতে ৮ হাজার ৪শ পিস ইয়াবা সহ ২জনকে আটক করেছে ১১বিজিবি।

বৃহস্পতিবার (১৭আগস্ট) ভোর সাড়ে ৪টার সময়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া ৪৮ নং সীমান্তের রোহিঙ্গা টিলা নামক এলাকা তাকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাই স্কুল পাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে নুর নবী (২০) এবং একই এলকার মো; হাসেমের ছেলে মো: রিদোয়ান ১৮।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল সাহল আহমেদ নোবেল,এসি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া রোহিঙ্গা টিলা নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নুর নবী ও রিদোয়ান নামের দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ৮হাজার ৪শ পিস ইয়াবাসহ তাদের কে আটক করা হয়েছে।

উল্লেখ্য,সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে ১১বিজিবি কঠোর অবস্থানে থাকাতে স্থানীয় চোরাকারবারিরা এখন বেকায়দায় পড়েছে।

আরও খবর